ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বগুড়ায়  দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৩৫), আব্দুল কাদের (২৮) ও আশরাফুল ইসলাম (৩০)।

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্যানুযায়ী নিহতরা সবাই গার্মেন্টকর্মী। ছুটি পেয়ে কর্মস্থল থেকে ঈদে বাড়ি ফিরছিলেন।  

পুলিশ জানায়,  ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নগর পরিবহনের একটি বাস ভড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মুখি সাফা মাড়োয়া পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও ১০ জন আহত হন।

পঞ্চগড়গামী বাসের যাত্রী আবুল কালাম আজাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। কাদের ও আশরাফুলকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। আজাদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনসুর রহমানের ছেলে। এসময় আরও ১০জন যাত্রী আহত হন। হতাহতরা সবাই ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেন।

আহতরা হলেন -আব্দুল কাদের (২৮), আশরাফুল ইসলাম (৩০), জালাল (৪৮) মোস্তাফা (২৮), স্বাধীন (২০), রোজিনা (২২), শিল্পী (২৭), আতিকুর (২০), আলম (২০), ইসমাইল (২০), কামরুল (১৯) আহতরা সবাই কুঁড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত কাদের ও আশরাফুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা বলে বাংলানিউজকে জানিয়েছেন শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিনউজকে জানান, দুঘর্টনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। তবে উভয় বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।