ঢাকা: ঈদুল আজহায় রাজধানীতে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১২ হাজার সদস্য। এর মধ্যে ১০ হাজার পুলিশ পোষাকে এবং দুই হাজার পুলিশ সদস্য সাদা পোষাকে নিয়োজিত থাকবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার পর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
তিনি আরো বলেন, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।
এছাড়াও রাজধানীর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে বলেও জানান ডিএমপি কমিশনার।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এনএ/এসইউ