বরিশাল: চাঁদপুর থেকে ৮ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা এমভি তুতুল নামে একটি লঞ্চ মেঘনা নদীর চরে আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর এলাকার চর ভৈরবীতে লঞ্চটি আটকা পড়ে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক মো. আবুল বাশার মজুমদার।
তিনি জানান, ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি তুতুল লঞ্চটি ঈদ উপলক্ষে চাঁদপুর থেকে বরিশালের উদ্দেশে শেষ রাতে ছেড়ে আসে। পথে চর ভৈরবী এলাকায় এসে আটকে যায়।
লঞ্চটি চর থেকে নামানোর জন্য চাঁদপুর থেকে টাগ জাহাজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর