ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় চিকিৎসক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় চিকিৎসক আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর শহরের বাদামতলী সড়ক রেলক্রসিংয়ে রাজবাড়ীগামী লোকাল ট্রেনের ধাক্কায় গাড়িতে থাকা এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। আহত ডা. শফিক উর রহমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের কনসালটেন্ট।



বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে আসার পথে দুর্ঘটনায় আহত হন ডা. শফিক। তাকে ফরিদপুর শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. শফিককে চিকিৎসা প্রদানকারী ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু বাংলানিউজকে জানান, বাদামতলী সড়কে একটি প্রাইভেট কারকে রাজবাড়ীগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। এ সময় গাড়িটি রাস্তার পাশে পড়ে গেলে গাড়িতে থাকা ডা. শফিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করেন।  

তিনি আরো জানান, আঘাতে ডা. শফিকের বুকের একটি হাড় ভেঙে গেছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫ 
এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।