গাজীপুর: গাজীপুরের সদর উপজেলায় জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বি.কে. বাড়ী তালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
হাফিজুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গল বাতাম গ্রামের মো. সামছুলের ছেলে।
জয়দেবপুর হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সৈয়দ আজাহারুল ইসলাম জানান, সকালে ওই এলাকায় লেবু মিয়ার ছেলে মো. রাসেলের বাড়িতে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর এক পর্যায়ে হাফিজুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাসেল ও বুলবুল মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এটি