ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ: ঈদে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো যাত্রীদের শেষ মুহূর্তে ব্যাপক চাপ পড়েছে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেস্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস মিলে অন্তত চার শতাধিক গাড়ি পাড়ের অপেক্ষায় আটকে আছে।



এতে পাটুরিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট তৈরি হয়েছে।

পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি চলাচল করছে। তবে নদীতে অতিরিক্ত স্রোত থাকায় ফেরিতে গাড়ি পারাপারে কিছুটা বেশি সময় লাগছে।

তিনি দাবি করেন, পাটুরিয়া ঘাট এলাকায় আগের মতো দীর্ঘ যানজট নেই। পারের জন্য প্রতিটি যানবাহনকে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২টি ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের আরিচা শাখার সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।