ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর জেলার ৪০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ ঈদুল ‍আজহা উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলাঁচো, ঝাকনি, সেনাগাঁও, প্রতাপপুর, দক্ষিণ বলাখাল, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর, চরদুখিয়া; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী; শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম এবং কচুয়া উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।



সকালে ‍এসব গ্রামের কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন প্রয়াত পীর মাওলানা ইছহাকের নাতি মাওলানা আরিফ চৌধুরী। এ জামাতে প্রায় পাঁচশ
মুসুল্লি অংশ নেন।

এছাড়া পাশের শমেশপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন প্রয়াত পীর মাওলানা ইছহাকের ছেলে পীরজাদা মাওলানা জাকারিয়া মাদানী।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।