ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালী নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে অজ্ঞাত (৬০) পরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় সোনিয়া আক্তার (৩০) নামে এক নারী আহত হয়েছেন।



আহত সোনিয়া আক্তার যশোর সদর উপজেলা আমবটতলা গ্রামের তৈয়বুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধা তার স্বজনের সঙ্গে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে আসছিলেন। পথে খড়িখালী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান।

বৃদ্ধার মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।