বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুর আজহা উদযাপন করছেন বরিশালের কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ২০ হাজার মানুষ।
চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঈদ উদযাপন করছেন।
সকালে এই দুই দরবার শরীফের অনুসারীরা বরিশাল সদরের আনগরীর টিয়াখালী চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গির সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি, কেদারপুর গ্রামের আ. মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা পশু কোরবানি দেন।
চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর