রাজশাহী: যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পবিত্র ঈদ-উল আযহা উদযাপনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত বিভাগীয় শহর রাজশাহী।
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেজন্য রাজশাহী মহানগর এলাকায় পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ।
অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজীম জানিয়েছেন, ইতোমধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১১০টি ঈদগাহ্ সজ্জিতকরণ ও নামাজের আয়োজন করা হয়েছে।
এছাড়াও নগর ভবন ও রাসিকের অন্যান্য ভবন এবং সড়ক দ্বীপগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে পরবর্তী তিনদিন এ আলোকসজ্জা শোভা পাবে মহানগরী জুড়ে। সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়গুলো ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হবে, রাঙানো হবে নতুন রঙে।
রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কারাগার, শিশু সদন, শিশু নিবাস, সেফ হোম, ছোট মণি নিবাস, শিশু কেন্দ্র, শিশু পল্লী ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সন্ধ্যায় ঈদ উপলক্ষে মহানগরীর লক্ষীপুর মোড় ও ভুবন মোহন পার্কে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্তভাবে এ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দানকে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হয়রত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় দরগাহ জামে মসজিদে। বিশাল এই ঈদের জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী।
রাজশাহী মহানগরে একই সময় দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগরের সাহেববাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ঈদের জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস/এএসআর