ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গরু নেই, হাটে ক্রেতার ঢল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
গরু নেই, হাটে ক্রেতার ঢল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গরু নেই, হাটে ক্রেতাদের ঢল। রাজধানীর বিভিন্ন প্রাপ্ত থেকে আসা ক্রেতারা গরু না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

তারা হন্যে হয়ে খোঁজ নিচ্ছেন কোন হাটে গেলে কোরবানির জন্য গরু পাবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী সরকারি ইজারাকৃত রামপুরার আফতাবনগর পশুর হাটে সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে দলে দলে ক্রেতারা রামপুরা ব্রিজ থেকে পায়ে হেঁটে হাটে আসেন ক্রেতারা। কিন্তু তারা এসে দেখেন গরু নেই, হাটে ক্রেতাদের ঢল। বেপারীরা হ‍াটে যে গরু নিয়ে এসেছিলেন তা হাট শুরুর দিন থেকে বুধবার  পর্যন্ত বিক্রি শেষ হয়ে যায়। তবে এখন বেপারীদের হাতে দু’একটি করে গরু রয়েছে। যা বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন অনেক।  

চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা বেপারী ইকবাল মণ্ডল বাংলানিউজকে বলেন, হাট শুরুর দিন ১৫টি গরুর নিয়ে আসেন। তার ১৩টি গুরু বিক্রি হয়ে গেছে। দুটি গরু রয়েছে। দুটি বিক্রি হলে বাড়ি চলে যাবো।

কেমন দামে বিক্রি করেছেন জানতে চাইলে বেপারী বলেন, ভালো দামে বিক্রি করেছি। এবারের ঈদে ভালো লাভ হয়েছে। তবে মানুষ এবার কোরবানি দিতে পারবে না। হাটে গরু নেই। হ‍াট ফাঁক‍া হয়ে গেছে।

মালিবাগ থেকে গুরু কিনতে আসা সোবহান চৌধুরী বলেন, বাচ্চদের নিয়ে হাটে এসেছি গরু কিনতে। কিন্তু এসে দেখি গরু নেই। তবে এখন কয়েকটি গরুর ট্রাক হাটে প্রবেশ করছে। কিন্তু গতক‍ালের চেয়ে গরুর দাম আজ অনেক বেড়ে গেছে।

টাঙ্গাইল থেকে খাসি ও ছাগল নিয়ে আসা বেপারী আজগর আলী জানান, তিনি হাট শুরুর দিন ১২০টি ছাগল ও খাসি নিয়ে আসেন। তিনি এখন পর্যন্ত ১০৮টি বিক্রি করেছেন। ১২টি রয়েছে। তিনি আশা করেন, দুপুরের মধ্যে ১২টি বিক্রি হয়ে যাবে। হাটে পশুর সংকট রয়েছে।

এদিকে ক্রেতারা হাটে পশুর সংকট দেখে বিভিন্ন হাটের দিকে ছুটছেন। কারণ রাত পোহালেই ঈদ। যে কোনো মূল্যেই হোক এই সময়ের মধ্যে পশু সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
আরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।