ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের ঈদের প্রধান জামাত চানমারী ঈদগাহে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ফরিদপুরের ঈদের প্রধান জামাত চানমারী ঈদগাহে

ফরিদপুর: ফরিদপুরে ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় চানমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে উপজেলা পরিষদ চত্ত্বর ও শামসুল উলুম মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



সকাল সাতটায় ফরিদপুর পুলিশ লাইন্স ময়দান, সকাল সাতটা ১৫ মিনিটে অম্বিকা ময়দান, সকাল সাড়ে সাতটায় চুনাঘাটা মসজিদ ময়দান, হেলিপোর্ট ও আলীপুর গোরস্থান মসজিদ, সকাল সকাল সাতটা ৪৫ মিনিটে সরকারি ইয়াছিন কলেজ মাঠ, সকাল আটটা ১৫ মিনিটে ফরিদশাহ মসজিদ প্রাঙ্গণ, সকাল সাড়ে আটটায় জেলখানা ঈদগাহ ও কমলাপুর মাইটা গোরস্থান মসজিদ এবং সকাল দশটায় গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফরিদপুর তথা দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে। ঈদের দিন সকাল দশটায় এ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সুবিধাজনক সময় ও স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫ 
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।