মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঈদ ঘরমুখো মানুষের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৩ শতাধিক যানবাহন।
এ রুটে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ থাকলেও পারাপারে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
এদিকে, যাত্রী নিরাপত্তায় ঘাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা ও নৌ পুলিশ।
অপরদিকে, গাড়ির চাপ থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে যানবাহনের কোনো জট নেই বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর