ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঈদ ঘরমুখো মানুষের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৩ শতাধিক যানবাহন।

তবে যান পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।

এ রুটে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ থাকলেও পারাপারে তেমন কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে, যাত্রী নিরাপত্তায় ঘাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা ও নৌ পুলিশ।

অপরদিকে, গাড়ির চাপ থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে যানবাহনের কোনো জট নেই বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।