ঢাকা: রাজধানীর ওয়ারী থানার নবাবপুরের ডিসিসি রোডের সাগরিকা হোটেলের সামনে গরুর গুতোয়া অন্তত ৩/৪ পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাট থেকে গরু নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তবে আহতদের মধ্যে আব্দুল আজিজ নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গরুর গুতোয় একজন মারা গেছেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, মারা যাওয়ার বিষয়টি শুনিনি। তবে ৩/৪ জন আহত হয়েছেন বলে শুনেছি। আহতদের মধ্যে আজিজ নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এজেডএস/বিএস