শেরপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের বিভিন্ন এলাকার ৮টি গ্রামের সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারাসহ ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ করছেন।
সকালে এসব এলাকার সুরেশ্বর দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। পরে তারা পশু কোরবানি দেন। ঈদের বড় জামাত দু’টি অনুষ্ঠিত হয় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়।
নালিতাবাড়ীর নন্নী এলাকার আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর