রাজশাহী: ঈদুল আজহায় পশু কোরবানির জন্য এবার স্পট নির্ধারিত থাকবে রাজশাহী মহানগরীতে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।
ইতোমধ্যে ৩০টি ওয়ার্ডে ১৫০টি পশু জবাই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ লক্ষে কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে গত তিনদিন ধরে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম বুলু জানান, মহানগরবাসীর সুবিধার্থে এসব কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে পশু জবাইয়ের জন্য ইমাম, ভুড়ি পরিষ্কারের জন্য লোকবল ও মাংস পরিবহনের জন্য ভ্যানের ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, বিষয়টি নিয়ে গত ১২ সেপ্টেম্বর নগর ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় রাজশাহী মহানগরীতে ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের স্থান সুনির্দিষ্টিকরণ ও বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সে অনুযায়ী, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৫টি করে স্পট নির্ধারণের সিদ্ধান্ত হয়। স্পটগুলোতে সিটি করপোরেশন প্যান্ডেল স্থাপন, ব্যানার সংযোজন, পানির ব্যবস্থা করেছে। এ কার্যক্রমে সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের সচিব ও কর্মচারীরা তৎপর থাকবেন বলে জানান তিনি।
এদিকে, রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, কোরবানির বর্জ্য পরিষ্কার করার বিষয়টি এবার রাসিকের সবাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। কোরবানির পর যতো দ্রুত সম্ভব পশুর বর্জ্য অপসারণ করা হবে।
এ সময় নগরকে যথাসম্ভব পরিষ্কার রাখার আহ্বান জানান দায়িত্বপ্রাপ্ত মেয়র।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস/জেডএস