ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে ৯ গ্রামের ৬০ জনের ঈদের নামাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
হরিণাকুন্ডুতে ৯ গ্রামের ৬০ জনের ঈদের নামাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৯টি গ্রামের ৬০ জন মুসুল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় হরিণাকুণ্ডু উপজেলা মোড়ের গোলাম হযরত আলীর ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন।

এতে ইমামতি করেন মাওলানা ইমদাদ হোসেন।

এ ব্যাপারে মাওলানা ইমদাদ হোসেন বাংলানিউজকে জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার হরিণাকুন্ডু, ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বততিপুরসহ ৯টি গ্রাম থেকে ৬০ জন একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন তারা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।