কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া এলাকায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার খাদে পড়ে আবু তাহের (৩২) নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ৩ যাত্রী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত আবু তাহের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমতি এলাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে নোয়াখালীগামী প্রিন্স পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর