বরিশাল: বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে বরিশালে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান পরিদর্শন করেন জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্মিলতভাবে ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, গত বছরের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা চিন্তা করে ঈদগাহ ময়দানে এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উৎসবপ্রিয় নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন সর্বাত্মক সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, প্রধান জামায়াতের পাশাপাশি জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, জামে এবায়দুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, নূরিয়া স্কুল ইদগাহ ময়দান প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ফকিরবাড়ী জামে মসজিদে সকাল ৮টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল ৮টায়, ল কলেজ জামে মসজিদে সকাল ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল ৮টায়, জেলগেট জামে মসজিদে সাড়ে ৭টায়, গুটিয়া জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ জামে মসজিদে সকাল ৮টায়, কালিজিরা বড় জামে মসজিদে সকাল ৮টায় ও পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে হেমায়েত উদ্দিন ঈদগাহের মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর