ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দফতর সম্পাদকের মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
দফতর সম্পাদকের মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

ঢাকা: সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মহব্বত হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।



বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও কাজী মুকুলসহ সংগঠনের নেতাকর্মীদের পক্ষে এ শোক বাণী জানান।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের সমাজকর্মী, সংস্কৃতি-সংগঠক, শহীদজননী জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সৈনিক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় দফতর সম্পাদক মহব্বত হোসেন খান বুধবার (২৩ সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর।

রাজধানীর পুরাতন ঢাকায় যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২’র সংবিধান পুনঃপ্রবর্তনের আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। ১৯৯২ সালে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা গোলাম আযমের ফাঁসির দাবিতে গঠিত গণআদালত সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞপ্তিতে তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন কর‍া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।