হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নজরুল ইসলাম (৩২), সুবেল মিয়া (১৭), সৈয়দ জালাল (৩০), হাফিজ খান (২০), বাবুল মিয়া (৩০), তরিকুল ইসলাম (৪৫), জুনাইদের (২৫) নাম জানা গেছে। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার কাছে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর