ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ফরিদপুরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রায়হান (১৬) ও আবির হোসেন  বাবু (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের ঝিলটুলীর নুরু মিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রায়হান শহরের ঝিলটুলী এলাকার বাসিন্দা তিতুমীর বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মো. খোকনের ছেলে ও ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। বাবু শহরের রথখোলা এলাকার বাসিন্দা শরীয়তুল্লা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজেশ গুহ বাংলানিউজকে জানান, ওই দুই তরুণ একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলো। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বিএস/এএসআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।