ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ঈদের প্রধান জামাত টাউন ঈদগাহ ময়দানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
মৌলভীবাজারে ঈদের প্রধান জামাত টাউন ঈদগাহ ময়দানে

মৌলভীবাজার: মৌলভীবাজারের টাউন ঈদগাহ ময়দানে ঈদ‍ুল আজহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ওইদিন সকাল ৭টা, ৮টা ও ৯টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহিবুর রহমান ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুজ্জোহা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।