মৌলভীবাজার: মৌলভীবাজারের টাউন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওইদিন সকাল ৭টা, ৮টা ও ৯টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহিবুর রহমান ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুজ্জোহা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এটি