পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে রাজ্জাক শিকদার (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং মনির শিকদার (৩৬) ও আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুরে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় সালাম মৃধা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বর্তমান ইউপি সদস্য সিরাজ হাওলাদার ও সম্ভাব্য প্রার্থী আব্দুল সালাম মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংর্ঘর্ষে রুপ নেয়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সালামকে আটক করা হয়।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) নাসির বাংলানিউজকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর