ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাউফলে দু’পক্ষের সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বাউফলে দু’পক্ষের সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত ৩

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে রাজ্জাক শিকদার (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং মনির শিকদার (৩৬) ও আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুরে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় সালাম মৃধা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বর্তমান ইউপি সদস্য সিরাজ হাওলাদার ও সম্ভাব্য প্রার্থী আব্দুল সালাম মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংর্ঘর্ষে রুপ নেয়।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সালামকে আটক করা হয়।

বাউফল থানার উপপরিদর্শক (এসআই) নাসির বাংলানিউজকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।