মাগুরা: পরিবারের সঙ্গে ঈদুল আজহা উপযাপনের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন মাগুরায়।
বাড়িতে বাবা, মা, ও ছোট বোনের সঙ্গে ঈদ করবেন তিনি।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে সাকিব বন্ধুদের নিয়ে নানী বাড়ি সদরের বারাসিয়ায় বেড়াতে যান। সেখানে নানীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটান বিশ্বসেরা এ ক্রিকেট অলরাউন্ডার।
বুধবার সন্ধ্যায় তিনি তার ছোট বেলার ক্লাব শহরের দোয়ারপাড়ের বাবুল স্মৃতি সংঘে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন ও ক্যারাম খেলায় মেতে ওঠেন। সুযোগ পেলেই তিনি ক্লাবে এসে ক্যারামে মেতে উঠতে পছন্দ করেন বলে তার বন্ধু খন্দকার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান। এ সময় তিনি এলাকার ছোট ভাইদের সঙ্গে ছবি তোলেন।
সাকিবের বাবা মাসরুর রেজা কুটিল বাংলানিউজকে জানান, অন্যবারের মতো মাগুরার নোমানী ময়দানে ঈদের নামাজ পড়বেন সাকিব আল হাসান। তবে বৃষ্টি হলে নামাজ পড়বেন জজ কোর্ট জামে মসজিদে। নামাজ শেষে গরু কোরবানি ও মাংস বিতরণ করবেন তিনি।
সাকিবের পরিবার এবার কোরবানির জন্য দু’টি গরু কিনেছেন। কোরবানির মাংস বিতরণ শেষে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন সাকিব।
এবছর নভেম্বরের শেষ দিকে আমেরিকাতে প্রথম সন্তান জন্ম দেবেন সাকিবের স্ত্রী শিশির। পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিশেষ করে তাদের পরিবারে অনাগত নতুন অতিথির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি