জয়পুরহাট: ঈদ উপলক্ষে জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিনের ব্যক্তিগত অর্থায়নে জেলা শহরের আড়াইশ দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট শহরের বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে বস্ত্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিছুর রহমান (লিটন)।
সেখানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও জেলা যুবলীগের সভাপিত নাফিজ চৌধুরী উজ্জ্বল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি।