নেত্রকোনা: নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে (মোক্তারপাড়া) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এটি জেলার প্রধান ঈদ জামাত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৯টায়।
নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বাংলানিউজকে জানান, ঐতিহাসিক মোক্তারপাড়ার মাঠে ঈদের নামাজের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
আইএ