ফেনী: গাজীপুর থেকে অপহরণের পাঁচ দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে মো. মাহিন হোসেনকে (৬) উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া পৌর শহরের মটুয়া থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর গ্রামের দিনমজুর রমিজ উদ্দিনের ছেলে মো. মাহিন হোসেনকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারী আসমা বেগম ও তার স্বামী রুফকুল সরকার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শিশুটির বাবার কাছে। ঘটনার পর দিন রোববার শিশু মাহিনের চাচা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে র্যাব-১ এ অভিযোগ করলে বৃহস্পতিবার র্যাব-৭ এর সহযোগিতায় ছাগলনাইয়ার মটুয়া এলাকার সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাহিনকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএম/