ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুর থেকে অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
গাজীপুর থেকে অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: গাজীপুর থেকে অপহরণের পাঁচ দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে মো. মাহিন হোসেনকে (৬) উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া পৌর শহরের মটুয়া থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আসমা বেগম, রফিকুল ইসলাম ও মো. সালউদ্দিন।

র‌্যাব সূত্র জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর গ্রামের দিনমজুর রমিজ উদ্দিনের ছেলে মো. মাহিন হোসেনকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারী আসমা বেগম ও তার স্বামী রুফকুল সরকার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শিশুটির বাবার কাছে। ঘটনার পর দিন রোববার শিশু মাহিনের চাচা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে র‌্যাব-১ এ অভিযোগ করলে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সহযোগিতায় ছাগলনাইয়ার মটুয়া এলাকার সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাহিনকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।