ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নার্স নির্ভর ঢামেক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
নার্স নির্ভর ঢামেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদ উপলক্ষে চিকিৎসকরা ছুটিতে থাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এখন পুরোপুরি নার্স নির্ভর হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ঘুরে এ চিত্র দেখা গেছে।

অবশ্য দু’জন চিকিৎসককেও দেখা গেলো কর্মব্যস্ত।

ঢামেক নার্সরা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন রোগীদের। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেল না। নার্সদের অভিযোগ রোগীর তুলনায় সংখ্যায় তারা কম। রোগীদের নিবিড় চিকিৎসার জন্য আরও নার্স নিয়োগের কথা জানালেন।  

নোয়াখালীর চাটখিল থেকে এসেছেন সেকেন্দার মিয়া।

তার মূত্রথলিতে টিউমার হয়েছিল। দিন পাঁচেক আগে অপারেশন করা হয়েছে। ১১২ নং ওয়ার্ডের বেডে শুয়ে বাংলানিউজকে তিনি জানালেন, কোনো অসুবিধা বোধ করছেন না। নার্সরা এসে পথ্য দিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বাংলানিউজকে বললেন, রোগীদের সেবা দেওয়ার দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সকালে ঢামেক-১ এ ৪৭ জন ও দুপুরে ৪৪ জন নার্স ডিউটি করেছেন। রাতে করবেন ৪৩ জন। ঢামেক-২ এ সকালে ২৩ জন ও বিকালে ১৯ জন দায়িত্ব পালন করেছেন। রাতে করবেন ২২ জন।

প্রশাসনিক ওয়ার্ড মাস্টারকে পাওয়া গেল না। তার রুমেই পাওয়া গেল একজন সহকারীকে। সাংবাদিক বুঝতে পেরে ছবি তুলতে নিষেধের পাশাপাশি নাম না লিখতেও অনুরোধ জানালেন।

জানা গেল মেডিসিন বিভাগে রোগী বেশি। প্রসূতি আছেন ৩২ জন। সাধারণত ৪০/৪৫ জন প্রসূতি থাকেন প্রতিদিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) দুপুর সাড়ে তিনটার দিকে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। একেবারে শুনসান। রোগী আছেন। তবে কোনো ব্যস্ততা চোখে পড়ল না। ঈদের ছুটির আমেজটা লক্ষ্য করা গেল।

ঢামেক’র মতো নার্সদের কর্মতৎপরতা এখানে একেবারেই অনুপস্থিত। চিকিৎসক কাউকে দেখা গেল না। রোগীও কম, তাই আপনজনদের আনাগোনাও কম।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস/আরএম

** চিকিৎসক কম হলেও ঝামেলাহীন সেবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।