ঢাকা: ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত হয় সকাল ৮টায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদের প্রধান জামাতে ইমামতি করেন জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
আর সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক ইমামতি করেন।
![](files/Eid__Banglanews24_1_779305050.jpg)
তৃতীয় জামাতে তৃতীয় জামাতে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আযহারী ইমামতি করেন, যা সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদের নামাজে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হয়েছেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররমে ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম ইমামমতি করেন।
![](files/Eid__Banglanews24_2_864146165.jpg)
আর সর্বশেষ জামাতে ইমামমতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী, যা সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএম/এমএ