বরিশাল: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) রাত ১০টার দিকে নগরীর স্টিমারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার ডিক্রীর চর এলাকার মো. লাল মিয়া ঘরামীর ছেলে মো. সোহেল পারভেজ ওরফে টগর (৩৩), দক্ষিণ কাজীর চর এলাকার মো. মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে মো. মহিউদ্দিন বিশ্বাস ওরফে মঈন (২৫) ও চরমিঠুয়া এলাকার মো. হারুন মালের ছেলে মো. বাবুল মাল (২০)।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় ডিবি পুলিশের পাঠানো একটি বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আহসান কবিরের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এজেডকে/আরএম