ময়মনসিংহ: ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে আঞ্জুমান ঈদগাহ মাঠে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। এ মাঠে সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় জামায়াত। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী বাংলানিউজে এ তথ্য জানান।
শহরের আরও বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাওলানা আবুল ফাতাহ মো. ইসহাকের ইমামতিতে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টায়, শহরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মার্কাস মসজিদে সকাল সাড়ে ৭টায়, ক্যান্টনমেন্ট মাল্টিপারপাস শেডে সকাল ৭টায় ও গ্যারিশান মসজিদে সকাল সোয়া ৮টায়, শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএম