ঢাকা: রাজধানীর বাসাবো এলাকা থেকে তানিয়া আক্তার (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার মৃত আলী আকবরের মেয়ে। তিনি জমজ মেয়েদের নিয়ে বাসাবো ওহাব কলোনি এলাকার পাগলার গলিতে বসবাস করতেন।
তার প্রতিবেশী হেনা বাংলানিউজকে জানান, দীর্ঘ দিন যাবৎ তানিয়ার সঙ্গে তার স্বামীর যোগাযোগ নেই। তবে কি কারণে তানিয়া আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এজেডএস/এটি