ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীর মিজান ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ফেনীর মিজান ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত

ফেনী: ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ জামাতে ইমামতি করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মাহমুদুল হাসান।



মিজান ময়দানের এ জামাতে নামাজ আদায় করেন, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া শহরের বড় জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন খতিব মাওলানা সাইফুল্লাহ।

এছাড়াও জহিরিয়া মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে,  জিএ একাডেমি, স্টেশন রোড ও সার্কিট হাউজ মসজিদে ৮টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।