ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ঈদুল আজহার নামাজে প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটায় বিভাগের প্রধান জামাতে নগরীর টাউন জামে মসজিদে সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয়।

গত কয়েকদিনের বৃষ্টির কারণে নগরীর সার্কিট হাউজ ময়দানে পানি জমে থাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। যে কারণে টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
 
প্রধান জামাতে ইমামতি করেন টাউন মসজিদের পেশ ইমাম ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ।

জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া বিভিন্ন ঈদগাহ, মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয় মাঠসহ নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।