খুলনা: খুলনায় ঈদুল আজহার নামাজে প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটায় বিভাগের প্রধান জামাতে নগরীর টাউন জামে মসজিদে সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয়।
প্রধান জামাতে ইমামতি করেন টাউন মসজিদের পেশ ইমাম ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ।
জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া বিভিন্ন ঈদগাহ, মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয় মাঠসহ নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমআরএম/জেডএস