ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দেখে এলাম বিদেশ কি!

এ জেড খান, স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
দেখে এলাম বিদেশ কি! ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাত পৌনে একটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন গেটে দাঁড়িয়ে আছেন তিন যুবক।

কিছুক্ষণ আগে বিদেশ থেকে ফিরেছেন। দীর্ঘ দিন পর দেশে ফিরলে আনন্দে উদ্বেলিত থাকার কথা। কিন্তু তাদের চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট।

যে স্বপ্ন নিয়ে তারা বিদেশের মাটিতে পা রেখেছিলেন তার ছিঁটেফোটাও পূরণ হয়নি।   তাই প্রত্যাশা ও চিন্তার পরিবর্তন ঘটিয়ে দেশে ফিরে এসেছেন তারা।

পনেরো মাস আগে সাইফুল (৩৪), জুয়েল (২২), রুবেল (২৮) বিদেশে পাড়ি জমান আয় রোজগার বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু যে টাকা খরচ করে বিদেশে যান তা আয় করা তো দূরের কথা, আরও ঋণ করে দেশে ফিরতে হয়েছে তাদের।
Airport_2
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) মধ্যরাতে বিমানবন্দরের বাইরে কথা হয় তাদের সঙ্গে।

তিন জনের মধ্যে জুয়েল ও সাইফুলের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আর রুবেলে বাড়ি নরসিংদীতে। প্রায় দেড় বছর আগে বেশ কয়েক লাখ টাকা খরচ করে তারা ব্রুনাই যান। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন বিদেশ কি। দিন রাত কঠোর পরিশ্রম করেও খরচের টাকাটা তুলতে পারেননি তারা।
Airport_5
হতাশ কণ্ঠে তাই জুয়েল বলেন, বিদেশ কি নিজ চোখে দেখে এলাম। বিদেশের মাটিতে যে পরিশ্রম করেছি তার অর্ধেক পরিশ্রম দেশে করলে অনেক বেশি আয় করা সম্ভব। আর বিদেশ যাওয়ার চিন্তা করি না। যা করার দেশেই করবো।

একই কথা সাইফুলেরও। বিদেশের চিন্তা আর মাথায় আনতে চান না তিনি। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বাংলানিউজকে বলেন, ব্যাপারটা এমন যেনো, আপনি নিজের বাসায় না ঘুমিয়ে অন্য কারো বাসায় আশ্রিত। আপনার সব আছে, আবার কিছুই নাই।
Airport_7
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এজেডকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।