মৌলভীবাজার: মৌলভীবাজারের টাউন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা, ৮টা ও ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহিবুর রহমান ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুজ্জোহা।
জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এছাড়া জেলার ৭টি উপজেলার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর