ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া ঈদগাহ মাঠে জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামসুল হক।

প্রধান এ জামাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারী, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজ শেষে জেলা ঈদগাহ ময়দানে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও শহরের টেংকেরপাড় জামে মসজিদ ময়দান, পুলিশ লাইন ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।