জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের মধ্য ঘাসিরপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে বগারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মাজেদ বাংলানিউজকে জানান, ঘাসিরপাড়া গ্রামে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আত্মহত্যা করেছে, সকালে এমন খবর ছড়িয়ে পড়ে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এটি