ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মিনায় নিহতদের জন্য প্রধান জামাতে বিশেষ মোনাজাত

মফিজুল সাদিক,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মিনায় নিহতদের জন্য প্রধান জামাতে বিশেষ মোনাজাত ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন ৭১৯ জন হাজি (সবশেষ খবর)। এর মধ্যে পাঁচ জন হাজি বাংলাদেশের।

হাজিদের হজ আল্লাহ যেন কবুল করেন সে কামনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়া লাখো মুসল্লি বিশেষ মোনাজাত করেন।
 
এতে ইমামিত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান।

মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের দোয়া কামনায় মোনাজাতে তিনি বলেন, মিনায় যে সব হাজি নিহত হয়েছেন, আল্লাহ তাদের হজ কবুল করুন। তারা যে নিয়তে হজ করতে গেছেন তাদের সেই নিয়ত কবুল করুন। তাদের বেহেস্ত নসিব করুন। বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বের মুসলমানদের শান্তিতে রাখুন।

সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ছাড়াও সর্বস্তরের মানুষসহ লাখো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

কেরানীগঞ্জের সুভাট্টা থেকে ঈদের জামাতে অংশ নেন বাদশা মিয়া। লাখো মুসল্লির সঙ্গে ঈদের জামাতে অংশ নিয়ে তিনি অনেক আনন্দিত।
 
নামাজ শেষে তিনি বলেন, দেশবাসীর জন্য দোয়া করেছি। এছাড়া নিজের পরিবারসহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করেছি। মিনায় পদদলিত হয়ে যে সব হাজি নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করেছি।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিরা ছাড়াও আশপাশের এলাকা থেকেও হাজার হাজার মুসল্লি নামাজে অংশ নেন।
monajat_1_Banglanews24
গেন্ডারিয়া থেকে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছেন হাসেম আলী। নামাজ শেষে তিনি বলেন, আজকে একদিকে যেমন খুশির দিন অন্যদিকে দুঃখেরও। আমাদের অনেক হাজি মিনায় শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করেন।

তিনি আরও বলেন, দেশবাসীসহ সব মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আগামী দিনগুলি যেন আল্লাহ সবাইকে সুখে-শান্তিতে রাখেন।

শিশুদের নিয়ে অনেকে দূরদুরান্ত থেকে জাতীয় ঈদগাহে এসেছেন। বনশ্রী থেকে জাতীয় ঈদগাহে এসেছেন বিএসটিআই’র সহকারী পরিচালক কেএম হানিফ। সঙ্গে নিয়ে এসেছেন আফিফ (৮) ও রাকিবকে (৬)।

হানিফ বলেন, লাখো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলাম। রাষ্ট্রপতিসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগলে। নামাজে দেশবাসীসহ সবার জন্য দোয়া করেছি।

অন্যদিকে ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের জন্য মোনাজাত করেন লাখো মুসল্লি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমআইএস/জেডএস

** শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত
** জাতীয় ঈদগাহে প্রধান জামাতে লাখো মুসল্লি
** বায়তুল মোকাররমের ঈদ জামাতে মুসল্লিদের ঢল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।