ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় সাকিবের ঈদের নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মাগুরায় সাকিবের ঈদের নামাজ আদায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা জজ কোর্ট জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়।



এরআগে বাবা মাশরুর রেজা কুটিল ও বন্ধু-স্বজনদের সঙ্গে ঈদগাহ মাঠে আসেন সাকিব।

নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পায়ে হেঁটে বাড়িতে যান সাকিব।

এ সময় সাকিবের ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

পরে নিজ বাড়িতে পশু কোরবানি দিয়েছেন দেশসেরা এ ক্রিকেটার। এবার সাকিবের বাড়িতে দু’টি গরু কোরবানি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।