বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল এলাকা থেকে যৌন নির্যাতন মামলায় সাগর (২২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টম্বর) সকাল ৮টায় বেনাপোল নামাজগ্রাম থেকে তাকে আটক করা হয়।
সাগর ওই গ্রামের বারেক হোসেনের ছেলে।
বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২৬ সেপ্টম্বর) দিনগত রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী তার বাড়িতে একা টিভি দেখছিলেন। এসময় নামাজ গ্রামের দুই যুবক আত্মীয় পরিচয় দিয়ে তার ঘরে প্রবেশ করে শীলতাহানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী মামলা দায়ের করলে রোববার অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়।
পালাতক আরেক আসামি একই গ্রামের মৃত কাদের মোড়লের ছেলে সুজনকে (২০) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টম্বর ২৭, ২০১৫
এটি