পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ আয়োজিত খাসকাচারি মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।
এ সময় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি