ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সড়কের বেহালদশায় দুর্ভোগে লাখো মানুষ

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
সড়কের বেহালদশায় দুর্ভোগে লাখো মানুষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: খানা-খন্দ ও বৃষ্টির পানি জমে বেহাল অবস্থায় পড়েছে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর সড়ক। প্রায় তিন কিলোমিটারের পুরো এলাকার কার্পেটিং উঠে খানা-খন্দ সৃষ্টি হয়ে হাঁটু পানি জমে থাকায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

ফলে এ পথে যাতায়াতকারী লাখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। সিটি করপোরেশনের কাছে গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন নগরবাসী।

কোনাবাড়ী ও সংলগ্ন এলাকায় শত শত শিল্প কারখানা থাকায় এখানে লাখ লাখ মানুষের বসবাস। কোনাবাড়ী-কাশিমপুর সড়ক দিয়ে যাতায়াত করেন তারা। চলাচল করে শত শত যানবাহন। প্রতিদিন গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে রিকশা-ভ্যান, বাস, পিক-আপ, লেগুনা, অটোরিকশা, বাইক, কাভার্ডভ্যান ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

সরেজমিনে দেখা গেছে, কোনাবাড়ী-কাশিমপুর তিন কিলোমিটার সড়কটির পুরো এলাকার কার্পেটিং উঠে বড় বড় খানা-খন্দ সৃষ্টি হয়ে পানি জমে ও কাদায় সয়লাব হয়ে আছে। সড়কটির জিতার মোড়-জিরানি বাজার, হাতিমারা-কাজী মাকের্ট, চক্রবর্তী এলাকার বেশিরভাগ অংশ ভাঙাচোরা। প্রতিদিন হাজার হাজার যাত্রী, পরিবহন চালক, পথচারী, চাকরিজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও পোশাক শ্রমিকসহ নানা পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে পানি ও কাদা থাকায় পায়ে হেঁটেও চলাফেরা করতে পারছেন না পথচারীরা। সড়কের কারণে এসব মানুষের ভোগান্তি এখন প্রতিদিনের সঙ্গী।

সরেজমিনে দেখা গেছে, চলাচলের অনুপযোগী হওয়ায় বিভিন্ন স্থানে বিকল হয়ে পড়ছে যানবাহন। আর লেগে থাকে বিশাল যানজট।

কোনাবাড়ী-কাশিমপুর সড়কের দুই পাশে শত শত দোকান ব্যবসায়ীরাও পড়েছেন দুর্ভোগে। সড়কের এমন বেহাল অবস্থা থাকায় দোকানের মালামাল আনা-নেওয়া করতে সমস্যা হচ্ছে তাদের।

কলেজের শিক্ষার্থী নাছির উদ্দিন ও সাজ্জাদ বলেন, এ সড়ক দিয়ে রিকশাভ্যান, অটো দিয়ে ও পায়ে হেঁটেও যাওয়া যায় না। কাদায় জামা কাপড় নষ্ট হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত দেবনাথ বলেন, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম কোনাবাড়ী-কাশিমপুর সড়কটির বিভিন্ন স্থানে গর্ত আর পুরো সড়কেই কাদা। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। তাই কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি মেরামত করে আমাদের এ কষ্ট থেকে মুক্তি দেয়।

কোনাবাড়ী-কাশিমপুর সড়কের রিকশাভ্যান চালক সেলিম মিয়া বলেন, পুরো সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকে সড়কে। বোঝা যায় না, কোথায় গর্ত আর কোথায় ভালো। রিকশা চালিয়ে যাওয়া যায় না, পুরো রাস্তাই টেনে নিতে হয়। ভাঙাচোরা সড়কে রিকশায় যাত্রী নিয়ে চালানো অনেক কষ্টের। তবুও পেটের তাগিদে রিকশা চালাতে হয়। আবার পড়ে যাওয়ার ভয়ে যাত্রীরাও রিকশায় উঠতে চান না।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. শাহীন বলেন, এ সড়কে প্রতিদিন অটো নষ্ট হয়ে যায়। খানা-খন্দ ও পানি জমে থাকায় পানির মধ্য দিয়েই যেতে হয়। যাত্রী নিয়ে অনেক সময় গর্তে আটকে যাই।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, ওই সড়কের মেরামত কাজ দ্রুত করা হবে। সড়ক মেরামতের পর মানুষের আর কোনো অসুবিধা হবে না।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।