ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মহুয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পুকুরে গোসলে করতে নেমে সে ডুবে যায়।

নিহত মহুয়া সদরের লস্করপুর গ্রামের সাহেব আলীর মেয়ে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

মহুয়ার খালু কিবলু বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে শ্যালিকা মাসুমা ও তার মেয়ে মহুয়া বেড়াতে আসেন। মহুয়া দুপুরে কাউকে না বলে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।