মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মহুয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পুকুরে গোসলে করতে নেমে সে ডুবে যায়।
মহুয়ার খালু কিবলু বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে শ্যালিকা মাসুমা ও তার মেয়ে মহুয়া বেড়াতে আসেন। মহুয়া দুপুরে কাউকে না বলে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএম