বরগুনা: বরগুনার আমতলী উপজেলা থেকে দিলারা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ওই নারীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দিলারা বেগম ওই গ্রামের কাতার প্রবাসী আব্বাস খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলারার ঘরের পেছনের আম গাছের সঙ্গে গলায় ফাঁস ঝুলতে দেখে থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/এটি