রাজশাহী: জঙ্গি নেতা বাংলা ভাইয়ের উত্থানভূমি রাজশাহীর রক্তাক্ত জনপদ খ্যাত বাগমারাকে এখন উন্নয়নের জনপদে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভবানীগঞ্জ নিউমার্কেটে উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, রাস্তা-ঘাটসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তাই জাতীয় উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল বাগমারা যুক্ত হয়েছে। আগামীতে আরও উন্নয়ন হবে। বাগমারায় শিশু মৃত্যু, জন্ম ও জনসংখ্যা নিয়ন্ত্রণের হার ভালো। এছাড়াও শিক্ষায় ঝরে পড়াদের হার যেমন কমেছে, তেমনি উচ্চ শিক্ষার হার বেড়েছে। বর্তমান সরকারের আমলে এসব উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়নের জন্য চেষ্টা চলছে। এক সময় শিক্ষায় মডেল উপজেলা হবে বাগমারা।
উন্নয়ন মেলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের গৃহিত ও বাস্তবায়িত কর্মসূচি তৃণমূলে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। এ মেলার মাধ্যমে তা প্রচার করা হবে। এর মাধ্যমে জনগণ উন্নয়ন সর্ম্পকে জানতে পারবে। এটা সরকারের একটি জবাবদিহিমূলক কাজ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।
আরও উপস্থিত ছিলেন- বাগমারার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুর রহমান।
মেলায় উপজেলা প্রশাসনের সব দফতরের একটি করে স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছে। এছাড়া মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ও গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষ্যে একটি শোভাযাত্রাও বের হয়ে করা হয়। এতে উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসএস/আরএম