ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে কলেজছাত্র খুন

ডিস্ট্রিক্ট করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভূঞাপুরে কলেজছাত্র খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সুমন মিয়া নামে এক কলেজছাত্র বন্ধুদের হাতে খুন হয়েছেন।

রোববার দুপুরে তিনি মারা যান।

এর আগে শনিবার গভীর রাতে গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন মিয়া উপজেলার ফলদা গ্রামের রমজান আলীর ছেলে ও ভূঞাপুর ইবরাহীম খা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানান, সুমনকে শনিবার মধ্যরাতে ফলদা ও সাজানপুর গ্রামের তার কয়েকজন সহপাঠি ডেকে নিয়ে মারপিট করে গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামের রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভোরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার দুপুরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সুমনকে খুন করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।