বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার মধ্যলস্করপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইমন সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তার পাশে বড় ভাই রানা সিকদারের সঙ্গে শাপলা তুলতে যায় ইমন। রানা বিলে নেমে শাপলা তোলার সময় ইমনকে রাস্তার পাশে রেখে যায়। এসময় ইঞ্জিন চালিত একটি ভ্যান ইমনকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারের চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন তিনি। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি