নীলফামারী: পর্যটন দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র্যালিটি ডিসি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
নীলফামারী চেম্বার অব কমার্সের সহযোগিতায় জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী ও নীলফামারী চেম্বার সভাপতি সফিকুল আলম ডাবলু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/এটি